হাজীগঞ্জ উপজেলা English হাজীগঞ্জ উপজেলা ( চাঁদপুর জেলা ) আয়তন: ১৮৯.৯০ বর্গ কিমি। অবস্থান: ২৩°১২´ থেকে ২৩°২০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪৫´ থেকে ৯০°৫৫´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলা, দক্ষিণে ফরিদগঞ্জ ও রামগঞ্জত উপজেলা, পূর্বে শাহরাস্তি উপজেলা, পশ্চিমে চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলা। জনসংখ্যা ২৯১৮২৩; পুরুষ ১৪২৯০০, মহিলা ১৪৮৯২৩। মুসলিম ২৭১৬৭৮, হিন্দু ২০০৩২, বৌদ্ধ ৩০, খ্রিস্টান ৩০ এবং অন্যান্য ৫৩। জলাশয় ডাকাতিয়া ও কচুয়া নদী এবং খোদাই, বোয়ালঝুড়ি, সোনাপুর ও শৈলখালী খাল উল্লেখযোগ্য। প্রশাসন হাজীগঞ্জ থানা গঠিত হয় ১৮৬৮ সালে। থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালের ১৫ এপ্রিল। উপজেলা পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%) শহর গ্রাম শহর গ্রাম ১ ১১ ১৩১ ১৫১ ৪৭৬৫৮ ২৪৪১৬৫ ১৫৩৭ ৫৩.৭২ ৪৮.১৯ পৌরসভা আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%) ১৬.০৯ ০৯ ১৪ ৪২৮০৬ ২৬৬০ ৫২.৪৫ উপজেলা শহর আয়তন (বর্গ কিমি) মৌজা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি ব...
Comments
Post a Comment